India & World UpdatesHappeningsBreaking News
অমর প্রীত সিং ভারতীয় বায়ু সেনার নতুন প্রধান
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর : এয়ার মার্শাল অমর প্রীত সিংকে ভারতীয় বায়ু সেনার নতুন প্রধান হিসাবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে বিমানবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন অমর প্রীত।আগামী ৩০ সেপ্টেম্বর তিনি এয়ার চিফ মার্শালের পদ গ্রহণ করবেন। তিনি এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
১৯৮৪ সালে ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন অমর প্রীত। ওই বছরের ২১ ডিসেম্বর আইএএফ-এর ফাইটার স্ট্রিমে কমিশন দেওয়া হয়েছিল তাঁকে। মর্যাদাপূর্ণ সেন্ট্রাল এয়ার কমান্ডের (সিএসি) দায়িত্ব নেওয়ার আগে, তিনি ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতীয় বিমান বাহিনীর ৪৭তম ভাইস চিফ হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র অমর প্রীত। তিনি মিগ-২৭ স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডার এবং কমান্ডিং অফিসারের পাশাপাশি একটি বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং-সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে, তিনি ২০১৯ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২২ সালে পরম বিশিষ্ট সেবা পদক লাভ করেন।