Barak UpdatesBreaking News
‘অভিযোগ উঠিয়ে নাও’ প্রকাশিত
১০ মার্চ: উন্মোচিত হল কবি নীহার রঞ্জন দেবনাথের ( বাপ্পি নীহার ) প্রথম কাব্যগ্রন্থ ‘অভিযোগ উঠিয়ে নাও ‘। হাইলাকান্দি জেলার লক্ষীশহর স্থিত আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির উন্মোচন করেন বরাক উপত্যকার আরেক বিশিষ্ট কবি ভক্ত সিং ঠকুরি৷
অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অভিজিৎ দেবনাথ । বিশিষ্ট অতিথির ভাষণে কবি অতীন দাশ কবিতা, গ্রন্থ প্রকাশ এবং কবির মানবিক আবেদন নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন।
বইটির প্রকাশক, ‘সাহিত্য’ সম্পাদিকা শিখা ভট্টাচার্য বলেন, গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন এখানে হচ্ছে বটে, তবে বইটির প্রথম প্রকাশ এবারের কলকাতা বইমেলায় হয়ে গেছে৷
কবি আশুতোষ দাস , কবি রীতা চন্দ , লেখক সৌম্য ভট্টাচার্য সবাই কবির আধুনিক ধারার লেখার প্রশংসা করেন । পরিচিতি এবং কাব্যগ্রন্থটি নিয়়ে সুন্দর আলোচনা করেন কবি সুশান্ত চট্টোপাধ্যায়়৷ সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কবি নীহার রঞ্জন দেবনাথ ( বাপ্পি নীহার )। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার বিজয়িনী ভট্টাচার্য চৌধুরী ।