India & World UpdatesHappeningsBreaking News
অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসী সমাজকে বিক্ষুব্ধ করে তুলবে, আশঙ্কা কল্যাণ আশ্রমের
ওয়েটুবরাক, ১০ জুলাই : লোকসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি বিল আইনে পরিণত করতে গেলে জনজাতি সমাজগুলিতে বড়সড় বিরোধের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছে ‘বনবাসী কল্যাণ আশ্রম’৷ তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, অভিন্ন দেওয়ানি বিধিতে জনজাতি সমাজকে অন্তর্ভুক্ত করা হলে তার নেতিবাচক প্রভাব পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং লোকসভা নির্বাচনে পড়তে পারে। ২২তম আইন কমিশনে এই বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে চলেছে আরএসএস নিয়ন্ত্রিত ‘বনবাসী কল্যাণ আশ্রম’।
সোমবার সংসদীয় আইন মন্ত্রকের স্থায়ী কমিটির বৈঠকেও তাদের অভিমত প্রতিফলিত হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত আলোচনায় জনজাতি সমাজকে ওই আইনের বাইরে রাখার প্রস্তাব দেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপির সাংসদ সুশীল মোদী। এর আগে বিজেপির সহযোগী উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের শাসকদল, নাগাল্যান্ডের এনডিপিপি, মেঘালয়ের এনপিপি এবং মিজোরামের এমএনএফ কড়া ভাষায় অভিন্ন দেওয়ানি বিধির সমালোচনা করেছিল।
এর ফলে ভবিষ্যতে কার্যত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড-এর সুরেই আইন কমিশনে সঙ্ঘকেও অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করতে দেখা যেতে পারে। প্রসঙ্গত, গত ১৪ জুন কেন্দ্র-নিযুক্ত ২২তম আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমজনতার মতামত জানতে চাওয়া হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত এ বিষয়ে প্রায় ১০ লক্ষ ব্যক্তি এবং সংগঠনের প্রতিক্রিয়া জমা পড়েছে।