Barak UpdatesHappeningsBreaking News
অভিনবত্বের অঙ্গীকার! শনিবার বঙ্গভবনে কথা বাকশিল্প চর্চাকেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান
ওয়েটুবরাক, ২৮ নভেম্বর: বিষয়ের ওপর অভিনবত্ব, উপস্থাপনায়ও অভিনবত্ব থাকবে। জোর দিয়েই এ কথা জানিয়ে রাখল কথা বাকশিল্প চর্চাকেন্দ্রের কর্মকর্তারা। আর এ যে শুধু কথার কথা নয়, এর প্রমাণ মেলে তাঁদের আমন্ত্রণ পত্রে। এও এক অভিনব আমন্ত্রণ। লেখা হয়েছে, এই হেমন্তে কাব্য ফসলের বান ডাকবে, সাক্ষী সবাই—মনের এ খিদে মেটাতে আগামী ৩০ নভেম্বর শনিবার বঙ্গভবনে আপনাকে পাশে চাইছি। আসুন, আপনি আর আমরা হালকা শীতের সন্ধ্যায় কাব্যের ওম নিয়ে বাঁচি।
সেদিন সন্ধ্যা ঠিক সাড়ে পাঁচটায় তাঁদের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন হবে বলে জানিয়ে দিয়েছেন সংস্থার সহসভাপতি শান্তশ্রী সোম। তিনি বলেন, আবৃত্তিকে একটা ভিন্ন স্বাদে উপহার দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। বিষয়ের অভিনবত্বের জায়গায় বিশেষ গুরুত্ব দিয়ে শান্তশ্রী বলেন, পরিবেশিত হবে ছোটদের আলেখ্য ‘দাও ফিরে সে ছেলেবেলা’, এই অঞ্চলের প্রথিতযশা কবি শক্তিপদ ব্রহ্মচারীর উপর অনুষ্ঠান ‘আরেক বাল্মীকি প্রতিভা’, আলেখ্য —বাবুবিবি সম্বাদ এবং সব শেষে মঞ্চস্থ হবে শ্রুতিনাটক। এর পরিবেশনায় কলকাতার আলাপ শ্রুতি নাট্য দল। তিনজনের দলটিতে রয়েছেন ইন্দ্রানী ব্যানার্জি, সঞ্জয় দত্ত ও সন্দীপ দে।
কথার সাধারণ সম্পাদক শম্পা পাল চৌধুরী জানান, ২০১০ সালে কথা বাকশিল্প চর্চাকেন্দ্রের পথচলার শুরু। মঞ্চে প্রথম অনুষ্ঠান হয় ২০১৭ সালে। ভাষার শুদ্ধতায় গুরুত্ব দিয়ে প্রতি বছর এই অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু তিনবার বার্ষিক অনুষ্ঠানের পরই আসে কোভিডের প্রাদুর্ভাব । ফলে চতুর্থ অনুষ্ঠানটি হয় গতবছর, এ বার হচ্ছে পঞ্চম অনুষ্ঠান।
এ দিনের সাংবাদিক সম্মেলনে সহসম্পাদক পঞ্চতপা চৌধুরী, কোষাধ্যক্ষ বিপ্লব বিশ্বাস ও কার্যবাহী সদস্যা মুক্তা দেও উপস্থিত ছিলেন।