NE UpdatesBarak UpdatesBusinessBreaking News
মিশর থেকে পেঁয়াজ কিনবে সরকার, বিধানসভায় ফণীভূষণ
৫ ডিসেম্বর : এ বার বাইরের দেশ পেঁয়াজ কেনার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনে বৃহস্পতিবার রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী ফণীভূষণ চৌধুরী জানান, সরকার এখন মিশর থেকে পেঁয়াজ কেনার পরিকল্পনা করছে। তিনি বলেন, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে এমন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এর ফলে সাধারণ মানুষ বাজার থেকে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবেন।
গোটা রাজ্যে এখন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। আসামে প্রতি বছর ৪.৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের প্রয়োজন হয়।
প্রসঙ্গত, চলতি বছরে মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ বন্যার ফলে সারা দেশে পেঁয়াজের মারাত্মক আকাল দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। উল্টে তুর্কি থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা চালাচ্ছে সরকার। অন্যদিকে, দেশে পেঁয়াজের দাম প্রচণ্ড বেড়ে যাওয়ায় বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে।