NE UpdatesHappeningsBreaking News

অবড়ো ভোট এককাট্টা করে বিটিসি গড়তে চায় বিজেপি

২৭ নভেম্বর: বড়োদের স্বার্থ সুরক্ষায় বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল গঠনে আইনি ও পরিষদীয় অনুমোদন মেলে৷ ফলে এত দিন বড়োদের কথা বলেই বড়োল্যান্ড এলাকায় রাজনৈতিক লাভালাভ মিলছিল৷ দফায় দফায়  বড়ো আঞ্চলিক দলগুলিই পরিষদ গঠন করেছে৷ এমনকি মূল লড়াই সংগঠিত হয়েছে বড়ো আঞ্চলিক দলগুলির মধ্যে৷ এ বার বড়োদের নিজেদের লড়াইকে পুঁজি করে ৪০ আসনের বিটিসিতে সমস্ত অবড়ো ভোট এককাট্টা করতে চাইছে বিজেপি৷ অবড়োদের মনের কথাই ফুটিয়ে তোলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্থাহারে৷

কোনও লুকোচুরি বা গোপন আলোচনা নয়, ঢাকঢোল পিটিয়েই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন, বিজেপি পরিষদ গঠন করলে জমি কেনাবেচার অধিকার থাকবে সকল জনগোষ্ঠীর৷  যে একক অধিকারের কথা বলে বিপিএফ ভোটে জেতে, একে সোজা চ্যালেঞ্জ জানিয়ে অবড়োদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে গেরুয়া বাহিনী৷ এতদিন যে কথা কেউ বলতে পারছিলেন না, এ বার পরিষদ নির্বাচনে হিমন্ত খোলামেলা বলে বেড়াচ্ছেন৷ জানিয়েছেন, সকল ভাষাগোষ্ঠীর সমান অধিকার থাকবে৷ অসমে বসবাসকারী সকলের নিজের এলাকায় যে টুকু অধিকার রয়েছে, বড়োল্যান্ডেও ততটাই থাকবে৷ আর দুই বড়ো দলের নির্বাচনী লড়াইয়ে ঘর গোছানোর কাজটা ভালই করছেন হিমন্ত বিশ্ব শর্মা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker