NE UpdatesHappeningsBreaking News

অফিসারদের গাড়িতে তেল ঢোকাবেন না, ওসিদের বলে দিলেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ৫ জুলাই: থানার ওসিদের কঠোরতর হতে বললেন মুখ্যমন্ত্রী৷ এতটাই কঠোর যে দুষ্কৃতীরা যেন সাংঘাতিক ভয় পায়৷ আবার তাদের সাধারণ জনতার ভরসার জায়গা হয়ে উঠতে হবে৷ এতটাই ভরসার যে, থানায় পৌঁছে মানুষ মনে করবেন, ঘরের চেয়ে বেশি নিরাপদ৷ আজ সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সমস্ত থানার ওসিদের সঙ্গে আলোচনা করেন৷ তিনি কারও কাছ থেকে উৎকোচ না নিতে ওসিদের পরামর্শ দেন৷ বলেন, থানার খরচ বাবদ বছরে আড়াই লক্ষ টাকা দেওয়া হবে ৷

May be an image of one or more people, people standing and indoorএ ছাড়া, অফিসারদের গাড়িতে তেল ঢুকিয়ে দেওয়া ওসির দায়িত্ব নয়৷ তিনি কাউকে গাড়িতে তেল ঢুকিয়ে দিতে বারণ করেন৷ বলেন, কাউকে চায়েও আপ্যায়িত করারও দরকার নেই৷  তাহলেই উৎকোচ আদায়ের প্রয়োজন পড়বে না৷ দ্রুত চার্জশিট পেশেও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker