India & World UpdatesHappeningsBreaking News
অপহৃত সিআরপি জওয়ানকে মুক্তি দিল মাওবাদীরা
ওয়েটুবরাক, ৯ এপ্রিল: প্রায় ১০০ ঘণ্টা বন্দি রাখার পর অপহৃত সিআরপিএফ জওয়ানকে মুক্তি দিল মাওবাদীরা। ছত্তিশগড়েের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় প্রাণ হারান কমপক্ষে ২২ জন জওয়ান। আহত হন আরও ৩১ জওয়ান। তখন থেকেই নিখোঁজ ছিলেন রাকেশ্বর সিংহ মনহাস নামে ওই জওয়ান। তাঁকে ছাড়া হল বৃহস্পতিবার বিকেলে। একটি সরকারি অ্যাম্বুল্যান্সে তাঁকে শহরে নিয়ে আসা হয়।
রাকেশ্বরের বছর পাঁচেকের মেয়ে রাঘবী সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কাঁদো কাঁদো মুখে মাওবাদী ‘কাকা’র কাছে আর্জি জানিয়েছিল, “আমার বাবাকে যেন ছেড়ে দাও।” এর পর আর কান্না চাপতে পারনি। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেটমাধ্যমে। মুক্তি পাওয়ার পর রাকেশ্বরের স্ত্রী বললেন, ‘‘আজ আমার জীবনে সব চেয়ে খুশির দিন। আমি জানতাম ও ফিরে আসবে।’