India & World UpdatesHappeningsBreaking News
অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, হত ৮, জখম ৪০
হায়দরাবাদ, ২৯ অক্টোবর : ফের এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হলো দেশ। অন্ধ্রপ্রদেশের বিজয়নগর জেলায় দুটি ট্রেনের সংঘর্ষে এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন ৪০ জনের বেশি যাত্রী। বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে টেলিফোনে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রেলসূত্রে জানা গেছে, বিশাখাপত্তনম-পালাসা ট্রেনটি আগে যাচ্ছিল। ঠিক তখনই একই ট্র্যাক ধরে বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনটি প্রচণ্ড গতিতে এসে আগের ট্রেনটিকে ধাক্কা মারে। বাল্টেয়র ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সৌরভ প্রসাদ জানান, দুটি ট্রেনের সংঘর্ষে ৫টি কোচ লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে তিনটি কোচ আগের ট্রেনের এবং দুটি কোচ পেছনে থাকা ট্রেনটির।
ইস্ট কোস্ট রেলের সিপিআরও বিশ্বজিত সাহু জানান, ট্রেন চালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে। পেছনে আসা ট্রেনটি সিগন্যাল ওভারলুক করার জন্যই এমন ঘটেছে। ফলে ট্রেনটি সামনের ট্রেনকে এসে ধাক্কা মারে। দুর্ঘটনার পর এনডিআরএফকে উদ্ধারকাজে নামানো হয়েছে। উদ্ধারে এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসনও।