Barak UpdatesHappeningsBreaking News
অনুষ্ঠান না হলেও আবেগেই রবীন্দ্রজয়ন্তী শিলচরে
ওয়েটুবরাক, ১০ মে: করোনা আবহে যথাসম্ভব সতর্কতা মেনে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয় শিলচরে৷ তবে কোথাও কোনও অনুষ্ঠান হয়নি৷ রবীন্দ্রপ্রেমীরা স্থানে স্থানে কবিগুরুর প্রতিমূর্তি, প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি নিবেদন করেন৷ তারাপুরে রবীন্দ্রমূর্তির পাদদেশে একসময়ে দল বেঁধে বা শোভাযাত্রা করে না গিয়ে দিনভর একক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন৷ শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্গভবনেও৷ সেখানে অন্যান্যদের মধ্যে শ্রদ্ধা জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটির সভাপতি সঞ্জীব দেবলস্কর, আকাশবাণী শিলচরের বার্তা সম্পাদক রীতেশ পাঠক সহ ড. পরিতোষ দত্ত, তমালকান্তি বণিক, অতনু ভট্টাচার্য, উত্তমকুমার সাহা, অমিতাভ পাল প্রমুখ কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন৷
রবিবার ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করে এ আই ডি এস ও’র কাছাড় জেলা কমিটিও। এদিন করোনার প্রটোকল মেনে সকাল সাড়ে ৬টায় তারাপুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য সহ আপন লাল দাস, সুধাংশু দাস প্রমুখ৷
সংগঠনের পক্ষ থেকে গত এক সপ্তাহ ধরে অনলাইনে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে কবিকে স্মরণ করার ব্যবস্থা করা হয়েছে। এই কার্যসূচিতে জেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক ছাত্র – ছাত্রী অংশ গ্রহণ করে। ফেসবুক পেজ ‘নতুন আলোর দিশারী’-তে অনলাইনে সংগ্রহ করা নানা অনুষ্ঠান সম্প্রচার করা হয়।