Barak UpdatesHappeningsBreaking News
অনলাইন ট্রেডিং: লালায় আটক পিতা-পুত্র
ওয়েটুবরাক, ১৪ মার্চ: অনলাইন ট্রেডিংয়ে জড়িত থাকার সন্দেহে পুলিশ হাইলাকান্দি জেলার লালার দুইজনকে আটক করে। পুলিশ জানায়, তাদের নাম সত্যেন্দ্র দাস ও আকাশ দাস। এরা পিতা-পুত্র। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কালাপাহাড়ে তাদের নিজস্ব বাড়ি থাকলেও গাগলাছড়ায় ঘর ভাড়া নিয়ে অনলাইন ট্রেডিং করে বলে অভিযোগ। ভাড়াঘর থেকেই গ্রেফতার করা হয়েছে তাদের।