India & World UpdatesHappeningsBreaking News

অধিকারের কথা বললেও সমকামী বিয়েতে সায় দেয়নি শীর্ষ আদালত

ওয়েটুবরাক, ১৭ অক্টোবর : সমকামী বিয়েকে স্বীকৃতি দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সমকামী বিয়েকে স্বীকৃতি দেবে কিনা সে বিষয়ে  সিদ্ধান্ত জানাতে পারে সংসদ। তবে তিনি সমকামী সম্প্রদায়ের প্রতি বৈষম্য বন্ধ করতে কেন্দ্র এবং পুলিশ বাহিনীকে বেশ কয়েকটি নির্দেশিকাও জারি করেছেন। পাঁচজনের বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও ছিলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি হিমা কোহলি৷

ভারতের মতো গণতান্ত্রিক দেশে যেখানে প্রতি নাগরিকের অধিকারের কথা বলা আছে সংবিধানে, সেখানে কেন বঞ্চিত হবে এই সম্প্রদায়ের মানুষ? বাকিদের যে সুযোগ-সুবিধা আছে, সেটুকুও কেন নেই সমকামী বা রূপান্তরকামীদের? সেই অধিকার নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সমকামীদের প্রতি বৈষম্য নিরসনে  এদিন একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি৷ সেগুলি হল : ১. কোনও পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না এলজিবিটি সম্প্রদায়ের মানুষকে।

২. এলজিবিটি সম্প্রদায়ের মানুষকে বৈষম্যের চোখে দেখা যাবে না।

৩. সাধারণ মানুষকে সচেতন করতে হবে, যাতে তাঁরা সমকামী সম্প্রদায়ের মানুষের প্রতি সংবেদনশীল থাকেন।

৪. এলবিজিটি সম্প্রদায়ের মানুষকে সাহায্যের জন্য হটলাইন নম্বর চালু করতে হবে।

৫. সমকামী যুগল আশ্রয় নিতে পারেন, এমন নিরাপদ ঘরের ব্যবস্থা করতে হবে।

৬. কোনও সন্তান যদি পুরুষ বা নারী না হয়, তাহলে সেই শিশুর শরীরে জোর করে কোনও অস্ত্রোপচার করা যাবে না।

৭. সমকামী সম্প্রদায়ের কোনও মানুষকে হরমোনাল থেরাপির মধ্যে যেতে বাধ্য করা যাবে না।

৮. সমকামী সম্প্রদায়ের মানুষকে থানায় ডেকে তাঁদের যৌন পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অযথা হেনস্থা করা যাবে না।

৯. পুলিশ সমকামীদের জোর করে বাড়িতে বা পরিবারের কাছে ফিরতে বাধ্য করতে পারবে না।

১০. সমকামী যুগলের ক্ষেত্রে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও এফআইআর করার আগে প্রাথমিক তদন্ত করতে হবে পুলিশকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker