Barak UpdatesHappeningsBreaking News
অত্যাধুনিক হালকা কম্পোজিট সিলিন্ডার রাজদীপকে দিল আইওসি
ওয়ে টু বরাক, ২১ ফেব্রুয়ারি : ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন অত্যাধুনিক কম্পোজিট গ্যাস সিলিন্ডার চালু করল শিলচরে। সোমবার শিলচরে ফাইবার গ্লাসের এই নতুন ধরনের একটি সিলিন্ডার ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সাংসদ রাজদীপ রায়কে। এ দিন আইওসির এক প্রতিনিধি দল সাংসদের বাড়িতে গিয়ে এই নতুন সিলিন্ডারের গুণাগুণ তাঁকে বুঝিয়ে দিয়েছেন। এর সুবিধার দিকগুলো শুনে রাজদীপ বলেন, নতুন এই সিলিন্ডার ব্যবহার করলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।
নতুন এই সিলিন্ডারের বিষয়ে ইন্ডিয়ান ওয়েলের এক আধিকারিক জানান, এটি ওজনে অনেক হালকা। সিলিন্ডারটি তিনটি স্তরে তৈরি। ভেতরের দিকে প্রথম স্তরটি পলিইথিলিনের। এর ভেতরের দিকে পলিমার দিয়ে তৈরি ফাইবার গ্লাসের কোট রয়েছে। এর বাইরের স্তরটি এইচডিপিই অর্থাৎ সিলিন্ডার তৈরির সময় সর্বোচ্চ সুরক্ষার কথা ভাবা হয়েছে। গ্রাহকরা এই সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে, তা বাইরে থেকেই দেখতে পারবেন। লিকেজ হওয়ার সম্ভাবনাও অনেক কম রয়েছে।
এ দিন সাংসদের বাড়িতে ইন্ডিয়ান ওয়েলের এই প্রতিনিধি দলে ছিলেন জেড লুংডিম, অরিজিত সেনাপতি, জে লাইটুফাং। উল্লেখ্য, ঈশিতা গ্যাস এজেন্সির উদ্যোগেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়।