India & World UpdatesBreaking News
বুধবার মিজোরামে ভোট, ভাগ্য নির্ণয় ২০৯ প্রার্থীরMizoram to go for polls on Wednesday
২৭ নভেম্বর : বুধবার ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভার নির্বাচন। এ দিন রাজ্যের ৭ লক্ষ ৭০ হাজারের বেশি ভোটদাতা ২০৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। রাজ্যে এক দিনেই ভোট হচ্ছে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর।
২০০৮ সাল থেকে মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। ২০১৩’র নির্বাচনে কংগ্রেস সবক’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর মধ্যে দল জিতেছে ৩৪টি আসনে। মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ৩১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৫টিতে জয়ী হয়। মিজোরাম পিপলস কনফারেন্স ৮টি আসনে প্রার্থী দিয়ে কেবল ১টি আসনেই জয়ী হয়েছে। তবে এ বছর কংগ্রেস ও এমএনএফ উভয়েই সব আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি লড়ছে ৩৯টি আসনে। মুখ্যমন্ত্রী লালথান হাওলা সারছিপ ও চাম্পাই দক্ষিণ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশিস কুন্দ্রা জানান, মিজোরামে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ত্রিপুরার ৬টি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ১২০২৬ জন ব্রু শরণার্থী মামিত জেলার কানমুন গ্রামে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের জন্য ১৫টি অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
November 27: Mizoram, the last bastion of the congress is all set to go for Assembly polls on Wednesday. The campaign for the 40 member State legislative Assembly elections came to an end on Monday. The results for the polls will be declared on 11 December.
The voting will take place in 1,164 polling stations. Mizoram has total 7.68 lakh registered voters – 3.74 lakh are men and 3.93 lakh are women. Congress and principal opposition party, Mizo National Front (MNF) have each fielded candidates in all the 40 constituencies while the Bharatiya Janata Party (BJP) has nominated 39 candidates.