India & World UpdatesHappeningsBreaking News
অঙ্গনওয়াড়ি কর্মীরাও গ্র্যাচুয়িটি পাবেন, রায় সুপ্রিম কোর্টের
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : সর্বোচ্চ আদালতের রায়ে দেশের ২৫ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বস্তি মিলল। তাঁরা গ্র্যাচুয়িটি পাওয়ার যোগ্য বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট । পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের দুর্দশা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে অংশ নিয়ে বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি অভয় এস ওকার কেন্দ্র ও রাজ্য সরকারগুলির আবেদন প্রত্যাখ্যান করে দেন। তাতে প্রায় ১৬ বছরের আইনি যুদ্ধের অবসান হল। এই লড়াই শুরু করেছিলেন গুজরাটের ৫ অঙ্গনওয়াড়ি কর্মী। সর্বোচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে রায় দিয়ে বলেছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা নিঃশব্দে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে, তাঁরা বেতন এবং অন্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যা সরকারি কর্মীরা পেয়ে থাকেন। তাই তাঁদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুয়িটি অ্যাক্ট ১৯৭২ প্রযোজ্য। তাঁরা পূর্ণ সময়ের কর্মী নন, সরকারগুলির এই দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।