NE UpdatesAnalyticsBreaking News
অগপতে ফিরলেন অপূর্ব কুমার ভট্টাচার্য
গুয়াহাটি, ২৯ জানুয়ারি : কংগ্রেস ছেড়ে অগপতে সোমবার আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন প্রবীণ নেতা অপূর্ব কুমার ভট্টাচার্য। গত ১৩ জানুয়ারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের পাশাপাশি প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন অপূর্ব কুমার ভট্টাচার্য। এর আগে ২০১৩ সালের ৩১ জুলাই অগপ ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি।
এদিন অগপ দলে পুনরায় যোগদান করে অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘আমার ছেড়ে যাওয়া ঘরে পুনরায় ফিরে এসেছি। স্বাভাবিকভাবেই আমি খুব উৎসাহিত এবং আনন্দিত। আমি আশাবাদী যে বিগত দিনে যেভাবে স্বদেশ ও স্বজাতির জন্য দায়বদ্ধতার সঙ্গে কাজ করেছি, আগামী দিনে ঠিক সেভাবেই করে যাব।’ তিনি আরো বলেন, কংগ্রেস দলে কোন ধরনের পরিকল্পনা নেই। বিজেপি এজেপি মিত্র জোটের বিরুদ্ধে কী কৌশল নিয়ে নির্বাচন খেলবে, সে ব্যাপারেও কোনো দূরদর্শিতা নেই।
তিনি এও বলেন, আমার কাজের যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল, সেভাবে করা হয়নি। সেজন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। বিজ্ঞজনেরা বলেন, যেখানে বিশ্বাস না থাকে বা মর্যাদা লাঘব হয়, সেই স্থান ত্যাগ করা উচিত। সে কথা ভেবেই আমি কংগ্রেস ছেড়ে অগপতে যোগ দিয়েছি।