NE UpdatesHappeningsBreaking News
অখিল গগৈর সহচরও ধৃত এসসিইআরটি কেলেঙ্কারিতে
ওয়েটুবরাক, ১ জুন: এসসিইআরটির ১০৫ কোটি টাকার দুর্নীতির তদন্তে আইএএস, বিভাগীয় অফিসারদের পরে এ বার সাংবাদিক ও আরটিআই কর্মীদেরও নাম জড়ালো। ঘটনার তদন্তে নেমে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের অফিসারেরা এসসিইআরটির প্রাক্তন অধিকর্তা, আইএএস শেওয়ালি দেবী শর্মাকে রাজস্থান থেকে গ্রেফতার করেছিল। গ্রেফতার হন দফতরের একাধিক প্রাক্তন কর্মী ও শেওয়ালি দেবীর জামাতা। সেই সূত্র ধরেই জানা যায়, রবিজিৎ গগৈ ও অনুপ শইকিয়া নামে দুই আরটিআই কর্মী তথ্য-অধিকার আইনের অধীনে আবেদন জানিয়ে দফতরের দূর শিক্ষা দফতরের দুর্নীতির বিষয়টি জানতে পেরেছিলেন। এর পর বিষয়টি ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করেন। দফতরের দুর্নীতি নিয়ে ব্ল্যাকমেলে যোগ দেন গুয়াহাটির এক ওয়েব পোর্টালের সাংবাদিক পূজামণি দাস ও এক টিভি চ্যানেলের সাংবাদিক ভাস্করজ্যোতি হাজরিকা। পুলিশ প্রমাণ পেয়েছে এসসিইআরটির কাছ থেকে পূজামণি ৮ লক্ষ ৭০ হাজার, ভাস্কর ৪ লক্ষ, অনুপ শইকিয়া ৩৫ লক্ষ ও রবিজিৎ গগৈ ১৫ লক্ষ টাকা নিয়েছে। এ ছাড়াও রবিজিৎ শেওয়ালির দু্র্নীতির সঙ্গী এল এন সোনোয়ালের কাছ থেকে আদায় করেছিল ৬৮ লক্ষ টাকা। উল্লেখ্য, অনুপ শইকিয়া রাইজর দলের হয়ে বিহপুরিয়া থেকে গত বিধানসভা ভোটে লড়েছিল। তাকে ও পূজামণি দাসকে গত বছর একটি সংগঠন দুর্নীতিবিরোধী পুরস্কারেও সম্মানিত করেছিল। পুলিশ চারজনকেই গ্রেফতার করে বুধবার আদালতে তোলে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, শেওয়ালিকে জেরা করে আরও বেশ কয়েকজন সাংবাদিক, রাজনৈতিক দলের যুব কর্মীর নাম পাওয়া গিয়েছে। তাদেরও গ্রেফতার করা হতে পারে।