Barak UpdatesHappeningsBreaking News
আগরতলা-তিরুবনন্তপুরম বিশেষ ট্রেন ১২ মে, বদরপুরেও দাঁড়াবে
ওয়েটুবরাক, ৮ মেঃ লকডাউনের আশঙ্কায় যাত্রীভিড় বেড়ে চলায় উত্তর-পূর্ব সীমান্ত রেল আগামী ১২ মে আগরতলা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাবে তিরুবনন্তপুরম। সে দিন বিকেল সাড়ে ৫টায় ট্রেনটি আগরতলা থেকে যাত্রা শুরু করবে। বদরপুরে পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে। ১০ মিনিট দাঁড়িয়ে ফের রওয়ানা হবে। পরবর্তী স্টেশন গুয়াহাটি। সেখানে পৌঁছাবে ভোর ৬টায়। রামপুরহাট, খড়গপুর, বিজয়ওয়াড়া, জলারপেট্টাই হয়ে ট্রেনটি তিরুবনন্তপুরম সেন্ট্রালে পৌঁছাবে ১৫ মে রাত ৮টা ৪৫ মিনিটে। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ৩টি এসি, ৮টি স্লিপার, ১০টি সাধারণ দ্বিতীয় শ্রেণি এবং ২টি এসএলআর থাকবে তাতে।