Barak UpdatesHappeningsBreaking News
মায়ের অন্ত্যেষ্টি তো শেষ, এখন ভেলোর থেকে ফিরব কী করে, আর্তি শিলচরের তরুণীর Silchar girl stuck at Vellore after mother’s death, MP Rajdeep Roy comes to her rescue
রাজদীপ রায় বললেন, ব্যবস্থা করেছিHer open letter to DC in social media ultimately evokes response
১১ মেঃ মার্চের দ্বিতীয় সপ্তাহে ক্যান্সারে আক্রান্ত মাকে নিয়ে ভেলোরে গিয়েছিলেন শিলচরের তরুণী দোয়েল নাগ । সঙ্গে এক সম্পর্কীত ছোট ভাই। সেখানকার বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে বাড়ি নিয়ে যেতে পরামর্শ দেন। শিলচরে ফেরার টিকিটও কাটা হয়েছিল। ২৪ মার্চের বিমান। ঠিক তখনই লকডাউন শুরু হয়ে যায়। অগত্যা হোটেলেই থেকে গেলেন তাঁরা তিনজন।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্বাস্থ্যের অবনতি হতে থাকে ৫৫ বছর বয়সী কল্পনা নাগের। শেষে গত নয় মে সকল মায়ামমতা ্ত্যাগ করে অজানা দেশে পাড়ি দেন। ছোট ভাইকে নিয়ে দোয়েলই লকডাউনের মধ্যে মায়ের অন্ত্যেষ্টির যাবতীয় কাজ সম্পন্ন করেন। এ বার আর ওখানে পড়ে থেকে কী হবে। কিন্তু ফেরারও ব্যবস্থা নেই। কবে রেল বাা বিমান চলাচল স্বাভাবিক হবে, কে জানে।
সরকার ভিন রাজ্যে আটকে পড়াদের ফেরানোর উদ্যোগ নিয়েছে বটে, কিন্তু যে ফোন নম্বর দিয়েছে, কিছুতেই পাওয়া যায়নি। চরম অসহায় অবস্থায় পড়েন একুশের তরুণী দোয়েল। শেষে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন। জেলাশাসকের উদ্দেশে খোলা চিঠি লিখে তাদের বাড়ি ফেরানোর আর্জি জানান। প্রচুর মানুষ তাঁর প্রতি সহানুভূতি জানান। মায়ের মৃত্যুতে সমবেদনা জানান। কিন্তু ফেরার ব্যাপারে তেমন কোনও সহযোগিতা কেউ করতে পারেননি।
Saw this message and spoke to the Resident Commissioner AH at Chennai, Got #DoyelNaug and her brother shifted to AH,vellore. Spoke to her too and assured her of a safe return to Silchar. My condolences to the bereaved family !@himantabiswa @sarbanandsonwal pic.twitter.com/GSebPl1RTU
— Dr Rajdeep Roy (@drrajdeeproy) May 12, 2020
তবে সোশ্যাল মিডিয়ার সূত্রেই রাধামাধব রোডের দোয়েল নাগের আর্তির কথা প্রতিবেশী সাংসদ রাজদীপ রায়ের কানে যায়। তিনি মঙ্গলবার রাতে বললেন, ‘আমি দোয়েলের সঙ্গে কথা বলেছি। পরে কথা বলি চেন্নাইর আাসাম হাউসের রেসিডেন্ট কমিশনারের সঙ্গে। দোয়েলরা এতদিন হোটেলে ছিল। মঙ্গলবারই তাদের ভেলোরস্থিত আসাম হাউসে থাকার ব্যবস্থা হয়।’ তাঁর কথায়, ট্রেনে ওইদিক থেকে যাত্রীদের ফেরানোর সময় প্রথমে ওই ভাই-বোন সুযোগ পাবে। এর আগে পর্যন্ত তারা নিশ্চিন্তে আসাম হাউসে থাকতে পারবে।
দোয়েল অবশ্য মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর আসাম ভবনে ওঠার কথা জানিয়েছেন৷ আশা করছেন, বুধবার ট্রেনে শিলচরের উদ্দেশে রওয়ানা হতে পারবেন৷ তিনি বিশেষ কারও নাম উল্লেখের পথে না হেঁটে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান৷ বলেন, ‘এই সঙ্কটের সময় অনেকে আমার পাশে দাঁড়িয়েছেন৷’