India & World UpdatesBreaking News

কলকাতার বাজার, শপিং মলে মাদার কেয়ার রুম বাধ্যতামূলক
Mother Care Room made mandatory in markets & shopping malls in Kolkata

১৫ ফেব্রুয়ারি: ‘মাদার কেয়ার রুম’ বাধ্যতামূলক হয়ে গেল কলকাতার প্রতিটি বাজার ও শপিং মলে। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এক ঘোষণায় স্পষ্ট জানিয়ে দেন সে কথা। আসলে এক বিতর্কের ঝড় এরকম একটি অভিনব সিদ্ধান্ত নিতে রীতিমতো বাধ্য করে কলকাতা পুরসভাকে।

সম্প্রতি দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় শপিং মলে শিশুর ক্ষুধা মেটাতে প্রকাশ্যে স্তন্য পান করিয়েছিলেন এক মহিলা। আর বিপত্তি দেখা দেয় তখনই। অভিযোগ, তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয় তাঁকে। বাথরুম বা শৌচাগারে গিয়ে মায়ের মমতা বিলানোর ব্যঙ্গাত্মক কথাও ওঠে। বিষয়টি থামেনি সেখানেই। ইস্যু ঘিরে বিতর্ক চরম রূপ নেয়।


প্রসঙ্গটি খুব গম্ভীরভাবে বিবেচনা করছিল সরকার পক্ষ। শেষপর্যন্ত বিতর্কের ফলাফল হলো ইতিবাচক। মেয়র ফিরহাদ হাকিম পুরসভার তরফে  ফরমান জারি করে বলেন, সবকটি বাজার ও শপিং মলে মাদার কেয়ার রুম তৈরি করতে হবে। যেখানে শিশুদের স্তন্য পান করাতে পারবেন মায়েরা। এমনকী নতুন বাজার, শপিং মল নির্মাণ করতে হলেও ‘মাদার কেয়ার রুম’ সহ প্ল্যান  এস্টিমেট পুরসভায় জমা দিতে হবে। না হলে মিলবে না শপিং বা মার্কেট কমপ্লেক্স তৈরির অনুমতি।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker