Barak UpdatesHappeningsBreaking News
Last journey of Dr. C.S. Das will start from his house at 8.30 AM on Sundayডা. চন্দ্রশেখরকে নিয়ে শেষযাত্রা সকাল সাড়ে ৮ টায়
২২ ফেব্রুয়ারি: ডা. চন্দ্রশেখর দাসের দেহ তাঁর অম্বিকাপট্টিস্থিত বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে৷ আত্মীয়স্বজন, ঘনিষ্টরা এই সময়ে তাঁকে ঘিরে রয়েছেন৷ শহরের অনেকে বাড়ি গিয়ে সদ্যপ্রয়াত চিকিৎসকের প্রতি শেষশ্রদ্ধা জানান৷ স্ত্রী-পুত্র-কন্যার প্রতি সমবেদনা প্রকাশ করেন৷
Also Read: Dr. Chandrasekhar Das is dead, Long Live Dr. Chandrasekhar Das,! writes Sudarshan Gupta
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাতটা থেকে অম্বিকাপট্টির বাড়িতে গিয়ে যে কেউ তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানাতে পারবেন৷ এই পর্ব সেরে সাড়ে আটটায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে৷ সেখানে দীর্ঘদিন তিনি চিকিৎসা করেন৷ তিনি নিয়মিত বসতেন শিলচর রোটারি ক্লাবেও৷ ডা. দাসের মৃতদেহ নারী শিক্ষাশ্রম থেকে নিয়ে যাওয়া হবে সেখানেও৷ পরে শিলচরের প্রধান শ্মশানে তাঁর অন্ত্যেষ্টি হবে৷
Also Read: Eminent Pediatrician Dr. Chandrasekhar Das passes away …ডা. চন্দ্রশেখর দাসের জীবনাবসান
Also Read: Dr. Chandrasekhar Das is dead, Long Live Dr. Chandrasekhar Das,! writes Sudarshan Gupta
According to his family sources, the dead body of Dr. Das will be kept at his home from 7 Am to 8 AM in Sunday morning for paying homage by the people. His body will be taken out from his residence to Shiv Sundari Nari Sikkhashra. He was a physician over there for a long period of time. He also used to sit at Silchar Rotary Club. His body will also be taken at Rotary Club Silchar. The last rites of Dr. Das will then be performed at Silchar crematorium.
Also Read: Eminent Pediatrician Dr. Chandrasekhar Das passes away …ডা. চন্দ্রশেখর দাসের জীবনাবসান
All life I miss you sir