NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বড়দিনে কোনও হিন্দু গির্জায় গেলে পরিণাম হবে ভয়াবহ, শিলচরে হুঁশিয়ারি ভিএইচপি-বজরঙের
Consequences will be terrible if any Hindu goes to Church on Christmas, threatens VHP-Bajrang in Silchar

৪ ডিসেম্বর: রামকৃষ্ণ মিশনের শিলঙ জেল রোড স্থিত কমপ্লেক্সে তালা ঝোলানোর ঘটনায় ক্ষোভ ঝরল শিলচরে বজরঙ দলের প্রবুদ্ধ নাগরিক এবং যুবা সম্মেলনেও৷ এর পাল্টা হিসাবে বড়দিনে হিন্দুদের গির্জায় যাওয়ার ওপর আপত্তির কথা জানিয়ে দিয়েছেন তাঁরা৷

বজরঙ দলের রাষ্ট্রীয় সংযোজক সোহান সিং সোলাঙ্কির সামনে সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন নাথ চড়া সুরে বলে দেন, বড়দিনে কোনও হিন্দুকে গির্জায় যেতে দেখলে এর পরিণাম হবে ভয়াবহ৷ বঙ্গভবনে আয়োজিত সম্মেলনে তাঁর কথায় হাততালির ঝড় ওঠে৷

বজরঙ দলের রাষ্ট্রীয় সংযোজক সোহান সিং সোলাঙ্কি রামমন্দিরকে রাষ্ট্রমন্দির বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, রামমন্দিরের শিলান্যাসের মাধ্যমে বিশ্বে এই বার্তা পৌঁছৈ গিয়েছে যে, সনাতন হিন্দু সংস্কৃতির পুনর্জন্ম হচ্ছে৷ রামমন্দির নানা আত্মবলিদানের মূর্ত প্রতীক৷ এখন একে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রত্যেক হিন্দু নরনারীকে এগিয়ে আসতে অনুরোধ জানান সোলাঙ্কি৷ তিনি জানান, বজরং দল রামমন্দির নির্মাণের জন্য অর্থসংগ্রহে প্রতিটি হিন্দুবাড়িতে যাবে৷

বৃহস্পতিবারের সম্মেলনে পৌরোহিত্য করেন ভিএইচপির জেলা সভাপতি শান্তনু নায়েক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker