Barak UpdatesHappeningsBreaking News
Clash at Sonabarighat, 1 dies in lynchingসোনাবাড়িঘাটে বিবাদ, মৃত ১
২৮ মার্চ : লকডাউনেই মারপিট৷ প্রাণ হারান আসাম পুলিশের চা বাগান সুরক্ষা বাহিনীর এক কনস্টেবল৷ ঘটনা সোনাবাড়িঘাট সবজি বাজারে৷
সাধারণ ঘটনা নিয়েই বিবাদ বেঁধেছিল৷ কিছুক্ষণের মধ্যে তা এমন পর্যায়ে পৌঁছায় যে, মারের চোটে মৃত্যু হয় বক্তারউদ্দিন বড়ভুইয়া নামে এক প্রৌঢ়ের৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পান কিনে ফিরছিলেন মজুমদার পদবীর এক যুবক৷ বক্তারউদ্দিন তখন বাজারে ঢুকছিলেন৷ ধাক্কা লাগলে যুবকের হাত থেকে পান পড়ে যায়৷ এ নিয়েই তর্ক বাঁধে৷ কথায় কথায় শুরু হয় মারপিট৷ শেষে কিছু মানুষ উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে বক্তারউদ্দিনকে বাড়ি চলে যেতে বলেন৷
কিন্তু সামান্য এগোতেই রাস্তায় হুমড়ি খেয়ে পড়েন তিনি৷ পরে মেডিক্যাল কলেজে নিয়ে রওয়ানা হলে পথে তাঁর মৃত্যু হয়৷ বক্তারউদ্দিন বিন্নাকান্দি বাগানে আসাম চা সুরক্ষা বাহিনীর কনস্টেবল হিসাবে কর্মরত৷ ওই বাহিনী আসাম পুলিশেরই একটি ইউনিট৷ মারপিটের সময় আসাম টি সিকিউরিটি ফোর্সের পোশাকই ছিল পরণে৷ পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷