Barak UpdatesHappeningsBreaking News
সন্ধানহীন কিশোরীর মৃতদেহ উদ্ধার, আশ্রম রোডে উত্তেজনাBody of missing girl recovered, tension mounts at Ashram Road
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বরঃ গত রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল শিলচর আশ্রম রোডের ষোল বছরের কিশোরী রিমা দাস (নাম পরিবর্তিত)। চারদিন পর আজ বুধবার দুপুরে মধুরাঘাটে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির লোকজন গিয়ে মৃতাকে রিমা বলে শনাক্ত করার পরই আশ্রম রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রিমার বাড়ি থেকে থানায় এজাহার দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার একই এলাকার রনি দাস নামে এক তরুণকে জিজ্ঞাসাবাদ করে। তার মোবাইলের কল রেকর্ড ঘেঁটে দুজনের নিয়মিত কথাবার্তার প্রমাণ মেলে।
পুলিশের এক সূত্রে জানা গিয়েছে, সোমবারও তারা মোবাইলে কথা বলেছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার মৃতদেহ উদ্ধারের পর পুলিশ রনি সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ক্ষুব্ধ এলাকাবাসী রনির মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। তার বাড়িতেও হামলা চালানো হয়৷ দোষীদের কঠোরতর শাস্তির দাবিতে গোটা এলাকার মানুষ রাস্তায় নেমে আসেন। দীর্ঘসময় অবরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয়েছে রিমাকে।
এই ঘটনায় রনির সঙ্গে আরও পাঁচ দুষ্কৃতী জড়িয়ে রয়েছে। দ্রুত সবাইকে গ্রেফতার করতে হবে। পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে পুলিশ রবার-গুলি চালায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশসুপার রমনদীপ কৌর জানিয়েছেন, এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।