Barak UpdatesHappeningsBreaking News

মেঘালয়ের কয়লাখনিতে আটকে ৫ শ্রমিক, বরাকের ২ জন
Atleast 5 workers including 2 from Barak trapped in coal mine in Meghalaya

ওয়েটুবরাক, ৩১ মে: মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে অন্তত ৫ জন আটকে পড়েছেন। তাঁদের মধ্যে ৪ জন আসামের৷ ২ জন বরাক উপত্যকার৷ অন্য ২ জন বকো ও বরপেটার৷ আর একজন ত্রিপুরার৷ বকোর আব্দুল করিম, বরপেটার আব্দুল কালাম এবং ত্রিপুরার শ্যামাচরণ দেববর্মার কথা জানা গেলেও বরাক উপত্যকার আটকে পড়া দুইজনের নাম-পরিচয় কেউ বলতে পারছেন না৷ খবর পেয়ে তল্লাশিতে নেমেছে স্থানীয় প্রশাসন৷ তবে উদ্ধারের কোনও খবর নেই৷ কাছাড়ের পুলিশ সুপার বৈভব নিম্বলকর চন্দ্রকান্ত জানিয়েছেন, রবিবার একজন ফোন করে জানিয়েছেন, তাঁদের ৬-৭ জন শ্রমিক মেঘালয়ের এক কয়লা খনিতে আটকে পড়েছেন। তিনি দ্রুত খবর পাঠান ইস্ট জয়ন্তিয়া জেলা পুলিশকে।

Rananuj

Mapping The Human Rights And Environmental Perils Of Illegal Coal Mining In Meghalaya: An Analysisমেঘালয় পুলিশ জানিয়েছে, কাছাড় জেলার এসপি-র কাছ থেকে খবর পেয়ে তাঁরা সুতুঙ্গা এলাকার ওই খনিটিকে খুঁজে বের করেছেন৷ স্থানীয় মানুষের কাছ থেকে জানা গিয়েছে, মাটি থেকে প্রায় ৫০০-৬০০ ফুট নীচে গিয়ে আটকে পড়েছেন শ্রমিকরা। তাই কেউ হয়তো এই সময়ে বেঁচে নেই৷ তবু তাঁদের সন্ধানে তল্লাশি চলছে৷ জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী কাজে নেমে পড়েছে৷

ইস্ট জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার জগপাল সিং ধানোয়া জানিয়েছেন, কয়েকজন প্রত্যক্ষদর্শীকে তাঁরা খুঁজে বের করেছেন৷ তাঁদের কথায়, রবিবার বিকাল ৫টা নাগাদ আচমকা ডিনামাইট ফাটিয়ে বিস্ফোরণ ঘটানো হয়৷ তাতেই খনিতে জল জমে যায়৷ পাঁচ শ্রমিক ভেতরে আটকে পড়ে৷ সর্দার নিজাম আলি এর জন্য দায়ী৷ কিন্তু তিনি তাঁদের হুমকি দিয়েছেন, এ কথা কাউকে বললে বিপদ হবে৷ পুলিশ এখন ওই সর্দারকে খুঁজছে৷ নিজামের খুঁজে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ কিন্তু জিজ্ঞাসাবাদের আগে কোভিড প্রটোকল মেনে টেস্ট করাতে গেলে তার পজিটিভ ধরা পড়ে৷ ফলে তাকে আইসলেশনে রাখা হয়েছে৷ যারা প্রত্যক্ষদর্শীর বয়ান দিয়েছেন, তাঁদের নিরাপত্তার দিকটিও দেখা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker