Barak UpdatesSportsBreaking News

ডিএসএ আয়োজিত ঋষিকেশ-শেফালিকণা ক্রীড়া প্রতিযোগিতায় নজর কাড়লেন আদিত্য, কুটন, তমান্না, প্রতাপ

ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারি: শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ঋষিকেশ-শেফালিকণা স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং মাঠে দেড় হাজার মিটার দৌড়ের মধ্য দিয়ে শুরু হয় এই  প্রতিযোগিতা। এর আগে ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন। স্পনসর পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ড. আশিসকুমার রায়, ড.অনুপকুমার রায় ও ড. অসীমা রায়। ছিলেন প্রাক্তন জাতীয় অ্যাথলিট নাথুম সিং, প্রাক্তন ফিফা রেফারি মৃণালকান্তি রায়, ডিএসএ সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, শিলচর স্পোর্টিংয়ের সভাপতি মাণিক পালচৌধুরী, শিলচর ফুটবল অ্যাকাডেমির সভাপতি শিবব্রত দত্ত প্রমুখ। প্রথমে আয়োজক সংস্থার পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করা হয়। পরে শুরু হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ। মৃণালকান্তি রায় প্রতিযোগীদের শপথবাক্য পাঠ করান। মশাল নিয়ে দৌড়ে শামিম আহমেদ অনির্বাণ জ্যোতি জ্বালিয়ে দেন। এখন দুইদিন ধরে তা জ্বলতে থাকবে। জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি বাবুল হোড়। নাথুম সিং আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু করান।

প্রসঙ্গত, স্পন্সর পরিবারের পক্ষ থেকে ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে আয়োজক সংস্থার কর্মকর্তাদের হাতে। ওই টাকাতেই বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। ২৫ ফেব্রুয়ারি বিকাল তিনটায় এসএম দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবারের বিভিন্ন ইভেন্টের ফলাফল:

  • ১৫০০ মিটার (পুরুষ ): প্রথম – কে আদিত্য সিংহ (ইভিনিং ক্লাব ) দ্বিতীয় – জীতেন্দ্র সিংহ (,,) তৃতীয় – রাজেন সিংহ
  • ১৫০০ মিটার (মহিলা ): প্রথম -কুটন গর(অরুণাচল ), দ্বিতীয় – সীমা নুনিয়া(অরুণাচল ), তৃতীয় – বিজয়া রায় (নেতাজি সংঘ)
  • ১৫০০ মিটার (১৬ গার্লস ): প্রথম – তমান্না ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি), দ্বিতীয় – অমিতা ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি),
    তৃতীয় – দেবিকা লালা( অরুণাচল )
  • ১৫০০ মিটার (১৬ বয়েজ ): প্রথম – প্রতাপ মির্ধা( গ্রিনভ্যালি), দ্বিতীয় – সাহেদ আখতার লস্কর (এনজি সোনাই ), তৃতীয় – মহেন্দ্র বৈষ্ণব (নেতাজি সংঘ)

  • ১০০ মিটার (পুরুষ ): প্রথম – আজাদ হুসেন লস্কর ( অরুণাচল ), দ্বিতীয় – আহাদ হুসেন লস্কর ( সোনাই ক্রিকেট অ্যাকাডেমি ), তৃতীয় – দীপক সিংহ ( অরুনাচল)
  • ১০০ মিটার ( মহিলা ): প্রথম – ঝুমা দাস( ইভিনিং), দ্বিতীয় – সুফিয়া ইয়াসমিন লস্কর (ইভিনিং), তৃতীয় – আনোয়ারা বেগম লস্কর ( ইভিনিং)
  • ১০০ মিটার (১৬ বয়েজ): প্রথম – প্রতাপ মির্ধা(গ্রিনভ্যালি), দ্বিতীয় – গৌরব সিনহা ( গ্রিনভ্যালি), তৃতীয় – মহেন্দ্র বৈষ্ণব (নেতাজি সংঘ)
  • ১০০ মিটার (১৬ গার্লস ): প্রথম – অমিতা ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি), দ্বিতীয় – প্রিয়া সিংহ (গ্রিনভ্যালি), তৃতীয় – জেসমিন আখতার (মইনুল হক চৌধুরী এইচ এস)

No description available.

  • ১০০ মিটার ( ১৩ বয়েজ): প্রথম – মিঠু সিনহা (গ্রিনভ্যালি), দ্বিতীয় – সর্বজিত কর্মকার ( মধ্যসহর), তৃতীয় – সত্য কর্মকার
    (মধ্য সহর)
  • ১০০ মিটার (১৩ গার্লস ): প্রথম – তমান্না ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি), দ্বিতীয় – আদ্রিজা চৌধুরী ( সেন্ট ক্যাপিটানিয়), তৃতীয় – উষা গর (অরুণাচল )
  • ডিসকাস থ্রো (পুরুষ ): প্রথম – বিশ্বজিৎ ঘোষ(অরুণাচল ), দ্বিতীয় -পিন্টু রাম (অরুণাচল ), তৃতীয় -শুভম ঘোষ (নেতাজি সংঘ।
  • ডিসকাস থ্রো(মহিলা ): প্রথম – ঝুমা দাস (ইভিনিং ক্লাব ), দ্বিতীয় – আনোয়ারা বেগম লস্কর ( ইভিনিং ক্লাব ), তৃতীয় – সুফিয়া ইয়াসমিন লস্কর (ইভিনিং ক্লাব )।

  • ডিসকাস থ্রো (১৬ গার্লস ): প্রথম – প্রিয়া সিনহা ( গ্রিনভ্যালি), দ্বিতীয় – আসমা বেগম (গ্রিনভ্যালি ), তৃতীয় – জেসমিন আখতার ( মালুগ্রাম ক্লাব )
  • লং জাম্প (১৬ বয়েজ ): প্রথম – প্রতাপ মির্ধা (গ্রিনভ্যালি), দ্বিতীয় – সানাবা সিংহ ( গ্রিন ভ্যালি ), তৃতীয় – গৌরব সিনহা ( গ্রিনভ্যালি)
  • শটপুট (পুরুষ ): প্রথম – পিন্টু রাম (অরুণাচল ), দ্বিতীয় – বিশ্বজিৎ ঘোষ(অরুণাচল ), তৃতীয় – নিহার সিনহা (শিলচর ফ্রেন্ডস ক্লাব )
  • শটপুট ( মহিলা ): প্রথম – সুফিয়া ইয়াসমিন লস্কর (ইভিনিং), দ্বিতীয় – আনোয়ারা বেগম লস্কর ( ইভিনিং), তৃতীয় – ঝুমা দাস( ইভিনিং)
  • শটপুট ( ১৬ গার্লস ): প্রথম – অর্চনা দেব ( গভ: গার্লস ), দ্বিতীয় – আসমা বেগম লস্কর (এম এইচ সি এইচ এস), তৃতীয় – কুটন গর (বলেশ্বর এইচ এস)

No description available.

  • ২০০ মিটার ( ১৩ বয়েজ): প্রথম – সত্য কর্মকার (ডলু এইচ এস), দ্বিতীয় – রুদ্র সিনহা ( লক্ষীচরন এইচ এস), তৃতীয় – মিঠু সিনহাবব (লক্ষীচরন এইচ এস)।
  • ২০০ মিটার (১৩ গার্লস ): প্রথম – তমান্না ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি), দ্বিতীয় – টি এইচ রেশমী দেবী (সিঙ্গেরবন্দ এইচ এস), তৃতীয় – আদ্রিজা চৌধুরী (সেন্ট ক্যাপিটানিয়)
  • জেভলিন থ্রো ( পুরুষ ): প্রথম – শুভম ঘোষ(নেতাজি ক্লাব ), দ্বিতীয় – সুরেন সিংহ (অরুণাচল ), তৃতীয় – পিন্টু রাম (অরুণাচল )
  • ২০০ মিটার (পুরুষ ): প্রথম -আহাদ হুসেন ( সোনাই ক্রিকেট অ্যাকাডেমি ), দ্বিতীয় – কে আদিত্য সিংহ ( ইভিনিং ক্লাব ),
    তৃতীয় – শিবশঙ্কর নুনিয়া(অরুণাচল )
  • ২০০ মিটার (মহিলা ): প্রথম – ঝুমা দাস ( ইভিনিং), দ্বিতীয় – আনোয়ারা বেগম লস্কর (ইভিনিং), তৃতীয় – নিপা রানি নাথ ( ইভিনিং)

No description available.

  • ২০০ মিটার (১৬ মিটার বয়েজ): প্রথম -প্রতাপ মির্ধা( গ্রিন ভ্যালি ), দ্বিতীয় -গৌরব সিনহা (গ্রিনভ্যালি), তৃতীয় – বিক্রম সিনহা ( ইভিনিং)
  • ২০০ মিটার (১৬ গার্লস ): প্রথম – অমিতা ইয়াসমিন লস্কর ( গ্রিনভ্যালি), দ্বিতীয় – প্রিয়া সিনহা ( গ্রিনভ্যালি), তৃতীয় – উষা গড় (অরুণাচল এস এস)
  • ডিসকাস থ্রো (১৬ বয়েজ ): প্রথম – নজিহাম রিয়াং ( এস সি দেব বিদ্যাপীঠ ), দ্বিতীয় – প্রতাপ মির্ধা (গ্রিনভ্যালি), তৃতীয় – জেসমিন আখতার ( মালুগ্রাম ক্লাব )।

No description available.

  • লংজাম্প ( ১৬ গার্লস ): প্রথম – প্রিয়া সিনহা ( গ্রিনভ্যালি), দ্বিতীয় – জেসমিন আখতার ( মালুগ্রাম ক্লাব ), তৃতীয় – উষাগড় (অরুণাচল এস এস)।
  • শটপুট (১৬ বয়েজ): প্রথম – প্রতাপ মির্ধা (গ্রিনভ্যালি), দ্বিতীয় – বিক্রম সিংহ (ইভিনিং ক্লাব ), তৃতীয় – মহেন্দ্র বৈষ্ণব ( নেতাজি সংঘ)
  • জেভলিন থ্রো (মহিলা ): প্রথম – সুফিয়া ইয়াসমিন লস্কর (ইভিনিং ক্লাব ), দ্বিতীয় – সালু বেগম তালুকদার ( টাউন ক্লাব )
    তৃতীয় – মমতা দাস (টাউন ক্লাব )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker