Barak UpdatesHappeningsBreaking News
বদরপুরে আগরতলার ট্রেন থেকে দুই নাইজেরিয়ান আটক2 Nigerians apprehended at Badarpur from Agartala’s train
২১ মার্চ : করোনা সংক্রমণের জেরে এক জোড়া নাইজেরিয়ান যুবক-যুবতীকে ধরে নিয়ে যাওয়ার পর দেখা গেল, এরা শুধু বিদেশিই নন, অনুপ্রবেশকারীও। শুক্রবার আগরতলা থেকে দিল্লিগামী এক্সপ্রেসের যাত্রীদের স্ক্রিনিং করার সময় বদরপুর পুলিশ এদের ধরে নিয়ে যায়। পরে অবশ্য এই নাইজেরিয়ান যুবক-যুবতীকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত নটা নাগাদ আগরতলা থেকে রওনা হওয়া আনন্দবিহার এক্সপ্রেস বদরপুর স্টেশনে আসার পর যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হয়। সে সময় জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত দুই নাইজেরিয়ান যাত্রীকে তাদের শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এই দুজন হলেন চিইউবুকা (২৭) ও দামিললা (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, এই নাইজেরিয়ান যুবক-যুবতী বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর আগরতলায় দিল্লির ট্রেন ধরেছে। পুলিশ এদের কাছ থেকে বেশকিছু বাংলাদেশি টাকাও উদ্ধার করে। প্রসঙ্গত, বদরপুর পুলিশ ও আরপিএফ-এর কাছে আগরতলা থেকে ট্রেনে চড়ে দুই নাইজেরিয়ানের দিল্লি যাওয়ার খবর ছিল। আর সেজন্য চিকিৎসক ও পুলিশের দল এই দুই যাত্রীর জন্য বদরপুর স্টেশনে অপেক্ষা করছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, এদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশের দায়ে করিমগঞ্জ প্রশাসনের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে। এ দিন রাতে বদরপুর স্টেশনে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে থার্মাল স্ক্রিনিং করার পর গোটা ট্রেনটিকে ভালভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়।