India & World UpdatesHappeningsBreaking News
তরুণী নির্যাতনঃ নেটমাধ্যমে ঝড় উঠতেই বেঙ্গালুরুতে ধৃত ৬
ওয়েটুবরাক, ২৮ মেঃ এক তরুণীকে অত্যাচার করছে ৪ যুবক এবং এক মহিলা। যৌনাঙ্গে বোতল ঢোকানো এবং তার পর গণধর্ষণ করা হয়। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এতে বিশাল ঝড় ওঠে। এর পরই বিভিন্ন রাজ্যের পুলিশ কোথাকার ঘটনা, দুষ্কৃতীরা এখন কোথায় আছে, তরুণীটিই-বা কোথায় কেমন আছেন, সে সব জানার চেষ্টা করে। অনেকে সামাজিক মাধ্যমেরই সাহায্য নেয়। বিষয়টি নিয়ে পদক্ষেপ করে বেঙ্গালুরু পুলিশও। এরাই শেষে মোট ৬ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে এবং তাদের গ্রেফতারও করে। তাঁদের মধ্যে দু’জন মহিলা। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, গণধর্ষণের ঘটনাটি দিনছয়েক আজে তাদের শহরেই ঘটেছে।
বেঙ্গালুরু পুলিশ বলেছে, ‘‘ভিডিও ক্লিপের বিষয়বস্তু এবং জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে ধর্ষণ, শারীরিক নিগ্রহ সহ বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’ পুলিশ আরও বলেছে, ‘‘এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে, অভিযুক্তরা বাংলাদেশের। টাকা পয়সা নিয়ে মতভেদের জেরেই ওই যুবতীর উপর এ ভাবে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতাকে পাচার করার জন্য বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে।’’
বেঙ্গালুরু পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতা এখন অন্য রাজ্যে রয়েছেন। পুলিশের একটি দল তাঁর খোঁজ চালাচ্ছে।