Barak UpdatesHappeningsBreaking News

গ্রিন করিডরে পজিটিভ রোগী কুম্ভীরগ্রামে গেলেও উড়ল না এয়ার অ্যাম্বুলেন্স

ওয়েটুবরাক, ২৮ জুন: ৬২ বছর বয়সী অশোক দাসকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল চেন্নাইর অ্যাপলো হাসপাতালে৷ এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যবস্থা হয় গ্রিন করিডরেরও৷ আজ সোমবার সকালে জীবনজ্যোতি মেডিক্যাল ইনস্টিটিউট থেকে গ্রিন করিডর গড়েই পৌঁছানো হয়েছিল কুম্ভীরগ্রাম বিমানবন্দরে৷ কিন্তু প্রতিকূল আবহাওয়ার দরুন উড়তে পারেনি এয়ার অ্যাম্বুলেন্স৷ বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আজকের যাত্রা স্থগিত বলে জানিয়ে দেয় এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ৷ আবহাওয়া ঠিক থাকলে কাল তারা করোনায় আক্রান্ত রোগীকে চেন্নাই পৌঁছে দেবেন বলে জানান৷

কিন্তু একটি দিন কোথায় রাখা এমন জটিল রোগীকে? জীবনজ্যোতি মেডিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, অশোকবাবু বেরিয়ে যেতেই অন্য রোগীকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে৷ ফলে আইসিইউ আর ফাঁকা নেই৷ শেষে তাঁরা গ্রিন হিলসে রোগীকে ভর্তি করান ৷ রাখা হয় তাদের আইসিইউতে৷

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে ভালই চলছিলেন অশোকবাবু৷ আচমকা করোনা ভাইরাস তাঁকে সংক্রমিত করে৷ গত ২৬ জুন ভর্তি হন জীবনজ্যোতি মেডিক্যাল ইনস্টিটিউটে৷ কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না৷ দ্বিতীয়ত, কিডনির একটা জটিলতা আগে থেকে ছিল বলে তাঁরা ঝুঁকি নিতে চান না৷ চেন্নাইয়ে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করেন৷ বাদ সাধল প্রকৃতি৷ মাঝে মাঝেই আকাশে গাঢ় মেঘ দেখা যাচ্ছে৷ তাই তাঁকে নিয়ে উড়তেই পারল না এয়ার অ্যাম্বুলেন্স৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker