India & World UpdatesAnalyticsBreaking News
করোনা মোকাবিলায় ৫০ লক্ষ অর্থসাহায্য যুবরাজের
Yuvraj Singh donates Rs.50 lakh for fight against corona

৬ এপ্রিল : দেশের প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রীর পিএম কেয়ারস ফান্ডে ৫০ লক্ষ টাকা সাহায্য করেছেন। এক টুইট বার্তায় এ কথা জানিয়ে যুবরাজ সিং তাঁর সব অনুরাগীর কাছে প্রধানমন্ত্রীকে সাহায্য করার জন্য আহ্বান জানান।
টুইটারে তিনি বলেছেন, ‘আমরা একত্রিত হলে আরও শক্তিশালী হয়ে উঠব। প্রধানমন্ত্রীর আহ্বানে রাতে মোমবাতি জ্বালানোর কথাও তিনি টুইটারে উল্লেখ করেছেন। উল্লেখ্য, দেশের এই সংকট সময়ে যুবরাজ সিংয়ের আগেও বেশ কয়েকজন ক্রিকেটার ও প্রাক্তন ক্রিকেটার প্রধানমন্ত্রীর পিএম কেয়ার ফান্ডে সাহায্য করেছেন। দেশে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করার পর এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে পিএম ফান্ডে আর্থিক সাহায্য করার আহবান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে এ পর্যন্ত দেশের বহু ব্যবসায়ী, শিল্পপতি, খেলোয়াড় তথা সাধারণ মানুষ এই ফান্ডে অর্থ সাহায্য করেছেন।