Barak UpdatesBreaking News
কাটিগড়ায় সড়ক দুর্ঘটনা, হত যুবকYouth dies in a street accident at Katigorah
৩ আগস্ট : চিত্র সাংবাদিক মলিন শর্মার মর্মান্তিক মৃত্যুর শোকাবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেননি আমজনতা। ভুলতে পারেননি ওই রাতের ভয়াবহ চিত্র। এ ঘটনার এক সপ্তাহ এখনও পেরিয়ে যায়নি। সড়কে পুলিশের টহলকে ফাঁকি দিয়ে আবারও এক সড়ক দুর্ঘটনা। এবার ৬নং জাতীয় সড়কের কাটিগড়া হিলাড়া এলাকায় রাস্তার পাশে গুরুতর জখম বছর ছাব্বিশের এক যুবককে উদ্ধার করলেন স্থানীয়রা। নাম সাহেব উদ্দিন। বাড়ি বদরপুরঘাটে।
ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতের। যদিও যুবকের প্রাণ বাঁচাতে কাটিগড়া হাসপাতালে নিয়ে গেছিলেন কিছু মানুষ। তবে শেষ রক্ষা হয়নি। অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন সাহাব। কাটিগড়া থানার ওসিও এটিকে সড়ক দুর্ঘটনা বলে সন্দেহ করছেন। স্থানীয়দের কথায়, রাতের অন্ধকারে কোনও এক ওভার স্পিড গাড়ির ধাক্কায় অকালে প্রাণ গেছে এই যুবকের। অবিলম্বে দোষীর কড়া শাস্তি দাবি করেছেন আমজনতা। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে ব্যবস্থা গ্রহণের জন্য ডিসি-এসপির দৃষ্টি আকর্ষণ করেছেন।