Barak UpdatesBreaking News
বিয়েবাড়িতে বজ্রপাত, জখম ৬
Lightning struck a house where marriage was going on, 6 injured

১৮ মেঃ বিয়েবাড়িতে বজ্রপাতের ঘটনায় আহত হলেন ৬ জন। বাজারি ছড়ার ইচাবিলে ঘটনাটি হয়েছে শুক্রবার। এ দিন, সকালে বাগানের হিন্দি এলপি স্কুল লাগোয়া রোহিত নুনিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। স্বাভাবিকভাবেই আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত নিয়ে ভর্তি ছিল পুরো বাড়ি। এরই মধ্যে হঠাৎ করে দুর্যোগপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। প্রচণ্ড ঝড় তুফান আসে। লণ্ডভণ্ড হয়ে যায় বিয়েবাড়ির আনন্দ।
এমনকী বিয়ে বাড়ির উঠোনেই বিকট শব্দে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে এক কিশোর সহ পাঁচ মহিলা প্রায় অজ্ঞান হয়ে পড়েন। তড়িঘড়ি আহত রাজমতি নুনিয়া(৪৫), নমিতা বাগতি (৪০), ,কুমারী নুনিয়া (৫০), বৈজয়ন্তী নুনিয়া(৪২), ফুলবাসিয়া নুনিয়া(৪৬) ও রোশন নুনিয়াকে (১৬) বাজারিছড়া প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মাকুন্দা হাসপাতালে ভর্তি করা হয়।