Barak UpdatesBreaking News

মহিলার গলা থেকে চেন ছিনতাই, আটক কিশোর
Young boy gets caught after snatching a gold necklace at Janiganj

২১ জুন : টানা দ্বিতীয় দিন ছিনতাইয়ের ঘটনা শহরে। তবে এ যাত্রায় ছিনতাইবাজকে আটক করেছে পুলিশ। এক্ষেত্রে অবশ্য পুলিশকে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দা তথা পথচারীরা। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনার চেনটি। শুক্রবার দুপুরে জানিগঞ্জে এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Rananuj

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিলচর শরতপল্লীর বাসিন্দা এক গৃহবধূর গলায় থাকা সোনার চেনটি এক ঝটকায় টান মেরে দৌড়ে পালায় এক কিশোর। মহিলা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছেলেটির পিছু ধাওয়া করেন। ওইসময় সেখানে ছিল রাইডিং স্কোয়াডও। তারাও ছিনতাইবাজের পিছু ধাওয়া করে। তখন ওই ছেলেটি চেনটি রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেও বিফল হয়।

সামনের একটি ভবনে লুকিয়ে আত্মরক্ষা করতে গেলে সেখানে লোকজন পৌছে তাকে পাকড়াও করে নিয়ে আসেন। জনগণ ছিনতাইকারীকে পুলিশের হাতে সমঝে দেন। পরে ওই মহিলা শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার একইভাবে নাগাটিলা থেকে ছিনতাইকারীরা বাইকে এসে এক ব্যক্তির ৫ লক্ষ টাকা ছিনিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় অবশ্য কেউ ধরা পড়েনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker