Barak UpdatesBreaking News

নেতাজি ছাত্র যুব সংস্থার কুড়িতম বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা
Year long programme taken in hand by NCYS to mark the completion of their 20th year

১৯ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা সংস্থার অম্বিকাপট্টি শহর কার্যালয়ে চেয়ারপার্সন ডাঃ জয়িতা ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সভাপতি অশোক কুমার দেব, সহ সভাপতি রাজদীপ দেবরায়, সহ সভানেত্রী মহুয়া ভৌমিক, সাধারণ সম্পাদক দিলু দাস, সাংগঠনিক সম্পাদক সন্ধ্যা চক্রবর্তী সহ সংস্থার অন্যতম কর্মকর্তাদের মধ্যে পূজা দাস, জ্যোৎস্না পাল, বিপ্লব চক্রবর্তী, সুতপা কর, ননীগোপাল দেব, পঙ্কজ পাল, বিশ্বজিত নাথ প্রমুখ।

Rananuj

সভায় সংস্থার কুড়িতম বর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে শিশু ও মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। আগামী ১ অক্টোবর শতাধিক মহিলাদের নতুন কাপড় বিতরণ সহ আগামী ২৩ জানুয়ারি সংস্থার নিজস্ব জায়গায় ” স্বপ্নের পৃথিবী ” প্রকল্পের শুভারম্ভ করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া শিলচরে নব নির্বাচিত সাংসদ ডাঃ রাজদীপ রায় ও বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে সংস্থার পক্ষে সংবৰ্ধনা জ্ঞাপন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker