Barak UpdatesBreaking News

Worship & adoration of Goddess Panthoibi held at Silchar
দুর্গাপূজার সময়ে রংপুরে পান্থৈবি বন্দনা, ব্যাপক সাড়া

১২ অক্টোবরঃ দুর্গাপূজার তিথি-নক্ষত্রের সঙ্গে তাল মিলিয়ে আরেক দেবীর বন্দনা চলে শিলচরের রংপুরে। তিনি দেবী পান্থৈবি। মৈতৈদের প্রধান আরাধ্যা। দুর্গাদেবী মণ্ডপে-মণ্ডপে সপরিবারে পূজিতা হলেও পান্থৈবিদেবী আসেন একাই। বাঘ তাঁর বাহন।

Rananuj

মৈতৈরা সব জায়গাতেই পান্থৈবি বন্দনার আয়োজন করেন। শিলচরের রংপুরে গত চার বছর ধরে কমিটি গঠিত হচ্ছে, পূজা হচ্ছে। ইমা পান্থৈবি ইরাত লুপ বা মা পান্থৈবি পূজা কমিটিই মাতৃ আরাধনার যাবতীয় কার্য সম্পাদন করে। প্রাচীনকাল থেকে মৈতৈদের বিশ্বাস, পান্থৈবি হলেন শান্তি ও সমৃদ্ধির দেবী। তিনি সবাইকে সব ধরনের শত্রুর হাত থেকে রক্ষা করেন।

ইমা পান্থৈবি ইরাত লুপ এই পূজার মাধ্যমে শিলচরেও নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয় আচারের বার্তা তুলে ধরছে। সকালে পেনা  (বেহালার মত মণিপুরিদের পরম্পরাগত বাদ্য) বাজিয়ে পুজো হয়। বিকেলে বিভিন্ন বয়সের মানুষ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ওঠেন। চারদিন ধরে এইভাবেই চলে। পঞ্চমদিনে হয় প্রতিমা নিরঞ্জন। অত্যন্ত সুন্দরভাবে, পরম্পরাগত পোশাক পরে নানা বাদ্যযন্ত্রের সুর ও নৃত্যের তালে এগিয়ে চলে শোভাযাত্রা। শেষে সদরঘাটে দেবী বিসর্জন হয়। সবাই আশায় বুক বাঁধেন, আসছে বছর আবার হবে।

October 12: The Ima Panthoibi Iraat Lup, Rongpur,Silchar organized Ima Panthoibi worship and adoration event from 5 October to 9 October here at Rongpur, Silchar. Panthoibi, a deity on tiger which is believed as supreme Goddess of Meetei ancestral religion is also believed to be the goddess of war, peace and wealth. She is worshipped for keeping the people of the society amidst peace and prosperity. Devotees offer prayers to bring an end to all form of evils. The Ima Panthoibi Iraat Lup, a PANTHOIBI puja committe of Silchar said that the main aim of organising such puja in Silchar is to promote the identity of their own and also to pray for the well being of the masses.

Panthoibi puja is organised in every place since time immemorial where Manipuri’s reside. In Silchar town, the puja is being organised since the last 4 years.

In the morning people listen to Pena ( a Manipuri traditional musical instrument like violin) which attributes tribute to the might of the goddess which is followed by cultural and other religious dances and practices in the evening.  During the 5-day long puja, such types of rituals are held.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker