NE UpdatesBarak UpdatesBreaking News
World Bank gives Rs.630 crore to modernise ferry services in Assamআসামে ফেরি পরিষেবা আধুনিক করতে বিশ্ব ব্যাংকের ৬৩০ কোটি
১৮ জানুয়ারি : ব্রহ্মপুত্র ও অন্য নদীগুলোতে যাত্রীবাহী ফেরি সেবা আধুনিক করার জন্য বিশ্ব ব্যাংক অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগকে ৬৩০ কোটি টাকা ঋণ দিয়েছে। বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এই অর্থে অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের প্রকল্পের অধীনে ফেরিসেবার পরিকাঠামো উন্নত করা হবে। তিনি ফেরি সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি আধুনিক পরিসেবা চালু করার কথাও বলেছেন।
তিনি দাবি করেন, সুসজ্জিত এবং স্বল্প ব্যয়ে ফেরি পরিষেবার মাধ্যমে জল পরিবহণ জনগণের জন্য আরও অধিক ফলপ্রসূ হবে। প্রসঙ্গত, অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের আওতায় ফেরি সেবাকে আধুনিকীকরণের জন্য গ্রহণ করা প্রকল্পের মোট বাজেট ৭৭০ কোটি টাকা। এরমধ্যে ৬৩০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক।
নয়াদিল্লিতে অর্থ ও অর্থনৈতিক পরিক্রমা মন্ত্রকের অতিরিক্ত সচিবের উপস্থিতিতে অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগ ও বিশ্বব্যাংকের ভারতের নির্দেশক এই ঋণপত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে এই ফেরি পরিষেবা আধুনিকীকরণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।