Barak UpdatesBreaking News
মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন কগজ কল পরিবারের মহিলারাWomen members of Paper Mill Employees family to visit PM Modi in Delhi
৩০ নভেম্বর : শেষ ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার তাঁর কাছেই যাচ্ছেন কাছাড় কাগজ কল কর্মীদের পরিবারের মহিলা সদস্যরা। প্রধানমন্ত্রীর কাছে তারা জানতে চাইবেন, এখন তাদের কী করা উচিত। পাঁচগ্রাম কাগজ কল কর্মীদের পরিবারের মহিলারা আগামী ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন। এই দলটিতে কম করেও ৫০ জন থাকবেন।
শুক্রবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে কাগজ কল পরিবারের মহিলারা বলেন, বিধানসভা নির্বাচনের প্রচারে বরাকে এসে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, বিজেপি ভোটে জয়লাভ করলে পাঁচগ্রাম কাগজ কলকে পুনরায় চালু করা হবে। কিন্তু বারবার দাবি জানানোর পরও সরকার তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। তারা কড়াভাষায় জানিয়ে দেন, প্রধানমন্ত্রী তাদের লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা যন্তর মন্তরে ধর্নায় বসবেন।
এদিকে পেপার মিলটিকে পুনরায় চালু করতে এবং কর্মীদের পরিবারকে বাঁচানোর আর্জি নিয়ে খুব শীঘ্রই শিলচরে একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে এ দিন তারা জানিয়েছেন। এ দিন সাংবাদিক বৈঠকে সুজাতা নাথ, সর্বজয়া বিশ্বাস, পিংকি ভট্টাচার্য, মিত্রা দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
While speaking during a Press Meet at Silchar, the female members of the employees family said that on the eve of 2014 Lok Sabha polls, Narendra Modi assured to revive Cachar paper Mill at Panchgram if BJP is voted to power in the centre. However, since then, 4 long years have elapsed. Inspite of repeated reminders, the government has turned a deaf ear to their problem.They said that, if the Prime Minister does not give them any written assurance, then they will sit for dharna near the Jantar Mantar.
Present during the Press meet were Sujata Nath, Sarbajaya Biswas, Pinki Bhattacharjee, Mitra Dutta and others.