Barak UpdatesBreaking News
529 persons brought to SMCH on suspicion of COVID-19শিলচর মেডিক্যালে করোনা সন্দেহে আনা হয় ৫২৯ জনকে
All cases negative in Cachar till now
১ জনের রিপোর্ট আসা এখনও বাকি৷ বাকিদের নেগেটিভ৷ কোয়রান্টাইনে রাখা হয়েছে ১১৭ জনকে৷ ৩ জনকে রাখা হয়েছে এনআইটিতে৷ অন্য সবাই বাড়িতেই স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন৷
সোমবার স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত ও জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী৷ তাঁরা প্রেসক্রিপশনে করোনা ধরা পড়ার ভিডিওর কথা উল্লেখ করে বলেন, এটি পুরোপুরি জাল৷ প্রেসক্রিপশনটিই শিলচর মেডিক্যাল কলেজের নয়৷
The rest 117 were kept in negative quarantine. Three of them were kept in isolation in NIT, Silchar. The rest were allowed to go to their home, but are under the supervision of health department.
This was informed in a press conference on Monday by Dr. Bhaskar Gupta, Vice Principal of SMCH and Media Expert of District Health Department, Suman Choudhury. Mentioning about the viral prescription which caused panic among the people of Silchar, they said that this is totally a fake incident. They even told that the viral prescription is not of Silchar Medical College and Hospital.