Barak UpdatesHappeningsBreaking News

রোজি স্বামীর পিএইচডি ডিগ্রি লাভ

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারিঃ আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করলেন শিলচর প্রথম লিংক রোড, ২ নং লেনের বাসিন্দা রোজি স্বামী। তাঁর গবেষণার বিষয় ছিল, “সিকিউর-রেঙ্কড মাল্টি-কিওয়ার্ড সার্চ ওভার এনক্রিপ্টেড ডেটা ওভার ইন আনট্রাস্টেড ক্লাউড সার্ভার।”  গবেষণার তত্ত্বাবধানে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রদীপ্ত দাস।

রোজি স্বামীর লেখা বহু গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার উপলক্ষে প্রকাশিত গ্রন্থে এবং ইউজিসি অনুমোদিত জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি আসাম সরকারের জলসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার স্নেহাংশুরঞ্জন স্বামী ও সুমিতা স্বামীর কনিষ্ঠ কন্যা এবং শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা সোনি সোমের একমাত্র বোন। তিনি ভারত সরকারের অধীনস্থ সংস্থা ‘রেলটেল’-এর জয়েন্ট জেনারেল ম্যানেজার অমিতাভ দামের সহধর্মিনী।

রোজি স্বামী (দাম)-এর এই সাফল্যে আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker