NE UpdatesBarak Updates
শনিবার বিধানসভার অধিবেশনে শুধুই বরাক নিয়ে আলোচনা
২৬ জুলাইঃ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে, শনিবার, শুধুই বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু নিয়ে দিনভর আলোচনা হবে। এই প্রথম বিধানসভার কোনও অধ্যক্ষ এমন উদ্যোগ নিয়েছেন। যথার্থই নাম দেওয়া হয়েছে— স্পিকার্স ইনিশিয়েটিভ। তাঁর ইনিশিয়েটিভেই দু-দিন আগে অধিবেশনের বাইরেও বরাক উপত্যকা নিয়ে বৃহত্তর পরিসরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বরাক-ব্রহ্মপুত্রের বিভিন্ন পক্ষকে ওই আলোচনায় আহ্বান জানানো হয়। সেখানেই অধিবেশনের আলোচনার গতিপথ চিহ্নিত করে নেন অধ্যক্ষ হীতেন্দ্রনাথ গোস্বামী। অনুমান করা যায়, শুধু ভেতরে-বাইরে সমস্যা জানাই নয়, অধিবেশনে ওইসব সমস্যাকে তুলে ধরে তিনি সমাধানের দিকেও এগোবেন। রাজ্য সরকারকে প্রয়োজনীয় দিকনির্দেশ করবেন।
English text here