India & World UpdatesBreaking News

১১ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন
Winter session of Parliament from 11 December

১৪ নভেম্বর : আগামী ১১ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং তা শেষ হবে ৮ জানুয়ারি। বুধবার সংসদ বিষয়ক কেবিনেট কমিটি এ কথা ঘোষণা করেছে। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বর মাসেই শুরু হয়। কিন্তু এ বছর দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন চলতে থাকায় অধিবেশন এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার সংসদের শীতকালীন অধিবেশন ডিসেম্বর মাসে শুরু হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ বার শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হতে পারে।

November 14: The Cabinet Committee on Parliamentary Affairs (CCPA) announced that the Winter Session of Parliament will start on December 11 and conclude on January 8. This was announced by the CCPA on Wednesday. Usually, the Winter Session of Parliament starts in November, but this year, it was postponed by a month as five states are going for Assembly Elections this year. It is the second year in a row when the winter session will begin in December.

 

It is expected that the Citizenship (Amendment) Bill, 2016 and many other important bills will be tabled in the forthcoming Winter Session of the Parliament.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker