India & World UpdatesBreaking News
ভুয়ো খবর যাচাই করবে হোয়াটসঅ্যাপ!Whatsapp to evaluate fake news
৪ এপ্রিল : জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তার চেকপয়েন্ট টিপলাইন উন্মোচন করেছ। নতুন এই পদ্ধতি অনুযায়ী গ্রাহকরা দেশের সাধারণ নির্বাচনের আগে হোয়াটসঅ্যাপ-এ পাওয়া ভুয়ো খবর যাচাই করতে হোয়াটসঅ্যাপের চেকপয়েন্ট টিপলাইন নম্বর + 91-9643-000-888 –এ বার্তাটি জমা দিতে পারেন।
ভারত ভিত্তিক প্রচার মাধ্যম কৌশল স্টার্ট-আপ “প্রোটো” দ্বারা প্রবর্তিত এই টিপলাইনটি হোয়াটসঅ্যাপকে নির্বাচনের সময় ভুল তথ্য জমা পড়ার জন্য গুজবের ডেটাবেস তৈরি করতে সহায়তা করবে। একবার টিপলাইনের সঙ্গে একটি সন্দেহজনক খবর ভাগ করে নেওয়ার পর প্রোটোর যাচাই কেন্দ্রটি ব্যবহারকারীর প্রতিক্রিয়া জানতে চাইবে এবং ব্যবহারকারীকে জানাবে যে, বার্তাটি যাচাই করে পাঠানো হয়েছে। বর্তমানে এই কেন্দ্রটি ইংরেজি ছাড়া আরও চারটি আঞ্চলিক ভাষা হিন্দি, তেলুগু, বাংলা এবং মালয়ালমকে অন্তর্ভুক্ত করবে।
পরিসংখ্যান অনুযায়ী হোয়াটসঅ্যাপ-এ দেশের ২০০ মিলিয়ন গ্রাহক ভুয়ো খবর পেয়ে থাকেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকার তার উৎস বের করতে অক্ষম। গুজব ও জাল খবর বন্ধের চাপে হোয়াটসঅ্যাপ গত বছর একবারে পাঁচটি চ্যাটে বার্তা প্রেরণকে সীমিত করেছিল। তবে হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত বার্তা উৎপাদককে চিহ্নিত করার প্রক্রিয়ায় সরকারের দাবির বিরোধিতা করে আসছে। কারণ এ ধরনের পদক্ষেপ প্ল্যাটফর্মের অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন এবং ব্যক্তিগত তথ্যের গুরুতর অপব্যবহারের সম্ভাবনা সৃষ্টি করতে পারে।