Barak UpdatesIndia & World Updates

নাগরিকত্ব বিল আসবে, বয়ান বদলাবে, জানিয়ে গেলেন মোদি
We will reintroduce Citizenship Bill but in new form, asserts PM Modi at Silchar

১১ এপ্রিলঃ ক্ষমতায় ফিরেই নাগরিকত্ব সংশোধনী বিল আবার আনবেন। তবে তা পুরনো বয়ানে নয়। উদ্বাস্তুদের নাগরিকত্ব যেমন নিশ্চিত করা হবে, তেমনি অসমিয়াদের স্বার্থ সুরক্ষায়ও গুরুত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার শিলচরের রামনগরে আয়োজিত জনসভায় এই কথাই জনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোটের সময় নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে কোনও গোষ্ঠী যেন ক্ষিপ্ত না হয়, সেই কৌশলই নিলেন বিজেপি-র শীর্ষনেতা। হিন্দু বাঙালিদের মন জয়ে বললেন, দেশভাগের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে উদ্বাস্তুদের। সে জন্য কংগ্রেসকেই দোষারোপ করেন তিনি। বলেন, তারা ধর্মের নামে পাকিস্তান বানিয়েছেন। কিন্তু সে দেশের সংখ্যালঘুদের কথা একবারও ভাবেননি। তাই কট্টরপন্থীদের অত্যাচারে মন্দির-গুরুদ্বারে কেউ যেতে পারেন না। কংগ্রেসের পাপে তাঁরা নিজের দেশে থাকতে পারছেন না বলেও মন্তব্য করেন মোদি। তাঁর কথায়, তাঁদের জন্যই নাগরিকত্ব সংশোধনী বিল এনেছিলাম। এখনও সে ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে অসমিয়া সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের সঙ্গে আলোচনা করেই এর বয়ান চূড়ান্ত করা হবে।

মোদি এদিনের সভায় সকল জনগোষ্ঠীর হৃদয় ছোঁয়ার চেষ্টা করেন। বাদ যাননি মুসলমান মহিলারাও। বলেন, কংগ্রেস আমাকে শৌচালয়ের চৌকিদার বলেন। আমি বলি, তাও তো দেশের মা-বোনেদের ইজ্জত রক্ষার চৌকিদারিটা করছি। এরপরই, তিন তালাকের প্রসঙ্গ টেনে ঘোষণা করেন, তা প্রতিরোধে ফের বিল আনবেন, আইন করবেন।

শুধু চৌকিদার নয়, চা-ওয়ালা বললেও কংগ্রেস তাঁকে গালিগালাজ করে বলে অভিযোগ জানান মোদি। এর পরই চা জনগোষ্ঠীর আবেগে খোঁচা মারেন। বলেন, কংগ্রেসিরা কি জানেন, চায়ের পাতা তুলতে শ্রমিকদের হাত কেটে যায়। ক্যামিকেলের দরুন তাঁদের নানা সমস্যার মোকাবিলা করতে হয়! কংগ্রেসিরা তো শুধু চায়ের স্বাদটাই নিতে জানেন, কী করে তা হয়, এর খবর রাখেন!

কংগ্রেস সভাপতির পাঁচগ্রামের সভায় চৌকিদার চোর হ্যায় বলে স্লোগান উঠেছিল। সেই প্রসঙ্গ এড়িয়েই যান মোদি। তবে রাহুল, সোনিয়া গান্ধী যে ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন নিয়ে ঘুরছেন, সে কথা স্মরণ করিয় দেন। জানান, কেউ দেশকে বন্ধক দিতে চাইলে এই চৌকিদার তা কোনওমতে হতে দেবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker