Barak UpdatesBreaking News

তার বাবার অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পেয়েছি, বললেন বীথিকা দেব
We felt the absence of her father at every moment: Bithika Dev

১৮ এপ্রিলঃ লোকসভা নির্বাচন তো বটেই, গত বিধানসভা নির্বাচনেও স্বামী সন্তোষমোহন দেবকে সঙ্গে নিয়েই ভোট দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক বীথিকা দেব। হুইল চেয়ারে হোক বা অ্যাম্বুলেন্সে, সন্তোষমোহন দেব ভোট দিয়েছেন। এ বার মেয়েদের সঙ্গে এসে বাড়ির লাগোয়া নিত্যময়ী পাঠশালায় ভোট দিলেন বীথিকাদেবী। বেরিয়েই বললেন, শুধু কি আর ভোটদানের সময়! পুরো নির্বাচন পর্বে তাঁর অভাব খুব বোধ করেছি আমরা। আগের লোকসভা নির্বাচনে চলাফেরা বন্ধ থাকলেও যে কোনও মুহূর্তে তাঁর পরামর্শ নেওয়া গিয়েছিল। সেইসব পরামর্শ নানাভাবে সুস্মিতাকে এগিয়ে দিয়েছিল। এ বার সেই জায়গায় একটা বড় শূন্যতা আমরা টের পেয়েছি। এর পরও মেয়ের জয়ের ব্যাপারে তাঁর অবশ্য কোনও সন্দেহ নেই। বললেন, সুস্মিতা বাবার মতো মনেপ্রাণে কাজ করেছে, মানুষ সে জন্যই তাঁকে ফের সাংসদ চাইছে।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker