Barak UpdatesBreaking News
Lions Greater celebrates R.Day by organising blood donation camp
রক্তদানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন লায়ন্স গ্রেটারের

২৯ জানুয়ারি: রক্তদান শিবিরের মাধ্যমে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল লায়ন্স ক্লাব শিলচর গ্রেটার৷ শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে আয়োজিত এই শিবিরের সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম৷ মোট ১০ জন এ দিন রক্তদান করেন৷ তাঁদের মধ্যে ১ জন মহিলাও রয়েছেন৷
২৬ জানুয়ারি সকালে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের শিলচর গ্রেটারের সভাপতি তথা বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের জেলা সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, ফোরামের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আশু পাল, সাধারণ সম্পাদক করুণাময় পাল, জেলা সভাপতি মনোজকুমার পাল, সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ সুব্রত নন্দী প্রমুখ৷ লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের ইন্দ্রনীল রুদ্রগুপ্ত, ঝুমুর দত্ত, বুবু চৌধুরী, অভ্রদীপ দে, দেবরাজ ধর প্রমুখ৷