Barak UpdatesBreaking News
বাগান শ্রমিককে মারধর, জয়পুরে বিজেপি কর্মী গ্রেফতার
Tea garden labourer attacked, BJP worker arrested at Joypur

২৭ মেঃ বিজয় মিছিলে পটকা ফাটানোর ঘিরে অশান্তি বিরাজ করছে কাছাড় জেলার জয়পুর এলাকায়। ঘটনা শনিবারের। বিজেপির বিজয়ে বাজারে পটকা ফাটাচ্ছিলেন দলের কর্মী-সমর্থকরা। সে সময় পাশ দিয়ে যাওয়ার সময় একটি পটকা এসে ফাটে লেদিছড়া চা বাগানের শ্রমিক রামসিং কলের পায়ে। তিনি তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটি হয় পটকা ফাটানো লোকজনের সঙ্গে।
এরই মধ্যে তিনজন তাকে ধরে মারপিট করে বলে অভিযোগ করেছেন কল। তিনি থানায় এজাহার দিয়ে অভিযুক্তদের গ্রেফতারের জোরালো দাবি জানান। তার পাশে দাঁড়াও লেদিছড়া সহ আশপাশের চার বাগানের কয়েকশো শ্রমিক। রবিবার বিকেলে তারা জয়পুর থানা ঘেরাও করে রাখে। পরে দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।
তদন্তে নেমে পুলিশ বিপ্লব রায় ও সুবোধ শর্মা নামে দুজনকে গ্রেফতার করে। বিপ্লবেব বাবা বিমল রায়ের নামও এফআইআরে রয়েছে। তবে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ আরএসএস প্রচারক সুবোধ শর্মাকে রাতেই থানা থেকে জামিনে মুক্তি দেয়। বিপ্লবকে সোমবার আদালতে তোলা হয়।