India & World UpdatesBreaking News
৫ জুলাই রাজ্যসভার ৬টি আসনে ভোট, জানাল কমিশনVoting for 6 Rajya Sabha seats on 5 July
১৬ জুন : নির্বাচন কমিশন রাজ্যসভায় খালি ছ’টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে।৷ সে অনুযায়ী আগামী ৫ জুলাই হবে ভোটগ্রহণ৷ ওইদিন বিকেলই ফলাফল জানা যাবে। যে ৬টি আসনে উপনির্বাচন হবে তার মধ্যে বিহারের ১টি, গুজরাটের ২টি এবং ওডিশার ৩টি আসন রয়েছে৷ এই ৬টি আসনের মধ্যে সবার নজর গুজরাটের দিকে৷ কারণ এই রাজ্য থেকেই সাংসদ হয়ে রাজ্যসভায় যান অমিত শাহ এবং স্মৃতি ইরানি৷ দু’জনেই এ বার লোকসভা ভোটে লড়ে জয়ী হয়েছেন৷ লোকসভা ভোটে জয়ের পর তাঁরা ইস্তফা দিয়েছেন৷ যদিও স্মৃতির ইস্তফার বিজ্ঞপ্তি জারিতে দেরি হওয়ায় কংগ্রেস নেতারা দুটি আসনে ভোট একইদিন করানোর দাবি জানান। উল্লেখ্য, গুজরাট থেকে এই দুটি আসনের মধ্যে একটি বিজেপির অপরটিতে কংগ্রেসে জয় নিশ্চিত৷
এদিকে এই ৬টি আসনে ভোটের জন্য ১৮ জুন বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ২৬ জুন। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ২৮ জুন। ভোটগ্রহণ করা হবে ৫ জুলাই। ভোট নেওয়া হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। বিকেল ৫টার পর ভোটগণনা শুরু হবে।