Barak UpdatesBreaking News
ভোটারদের তালিকা পরীক্ষা শুরু রাজ্যেVoter’s verification drive starts in Assam
১ সেপ্টেম্বর : আসামে ১ সেপ্টেম্বর থেকে ভোটদাতাদের তালিকা পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই কার্যসূচি চলবে। এই কর্মসূচির অধীনে ভোটদাতারা হেল্পলাইন মোবাইল অ্যাপ, এনভিএসপি পোর্টাল, ভোটদাতাদের সহায়তা কেন্দ্র এবং দিব্যাঙ্গরা ১৯৫০ হেল্পলাইন নম্বরের মাধ্যমে তালিকা পরীক্ষা করতে পারবেন। এই তালিকার মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নাম ও অন্যান্য তথ্য নির্ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা সে সম্পর্কে জানা যাবে। সেই সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্র সম্পর্কে কোনও মতামত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাও অবগত করানোর সুবিধা রয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড, সরকারি বা আধা সরকারি কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র, ব্যাংকের পাসবুক এবং নির্বাচন কমিশন দ্বারা অনুমোদিত যে কোনও নথি গ্রহণযোগ্য হবে।