Barak UpdatesBreaking News
প্রশান্তের মুক্তির দাবিতে আওয়াজ উঠল শিলচরেVoice raised at Silchar on demand of release of Prashanta
২২ নভেম্বর : যে কোনও আন্দোলনে পুরোভাগে থাকা শহরের প্রতিবাদী কণ্ঠ তথা তরুণ নাট্যকর্মী প্রশান্ত ভট্টাচার্যের মুক্তির দাবিতে শুক্রবার নাগরিক প্রতিবাদ আছড়ে পড়ল শিলচরে। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই কর্মসূচিতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
প্রতিবাদী জমায়েতে বক্তারা ঘটনার কয়েক মাস পর উদ্যমী তরুণ প্রশান্তকে গ্রেফতার করায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর পর শিলচর শহরে হওয়া বনধের জেরে পুলিশ বৃহস্পতিবার প্রশান্তকে গ্রেফতার করে।
বক্তারা বলেন, ওইদিন বনধ শান্তিপূর্ণভাবে পালন হয়েছে। তাছাড়া বনধের সমর্থনে প্রশান্ত একা রাস্তায় নামেননি। ফলে শুধু তাকেই কেন গ্রেফতার করা হল? তাছাড়া সামনেই তাঁর পরীক্ষা থাকায় বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আর্জিও জানান বক্তারা।
এ দিন বক্তারা মলিন শর্মার হত্যাকারী ঘাতক লরিটিকে খুঁজে বের করার দাবিও জানিয়েছেন। এই প্রতিবাদ কর্মসূচিতে এ দিন বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থ, শান্তনু পাল, রাজীব কর, হরিদাস দত্ত, অজয় রায়, চিত্রভানু ভৌমিক, দিলীপ সিং প্রমুখ।