Barak UpdatesBreaking News
মে-তেও বিনা মাশুলে ৭০০ রোগী দেখল ভিশন কেয়ার অন হুইলVision Care on Wheels examines 700 patients free of cost in May also
৮ জুন: চক্ষু পরীক্ষার যাবতীয় সরঞ্জাম নিয়ে ভিশন কেয়ার অন হুইল-এর বরাক জুড়ে ছোটাছুটি অব্যাহত রয়েছে। অপটিমেট্রিস্টদের নিয়ে গত মে মাসেও তারা কখনও উপস্থিত হয় রামকৃষ্ণনগরে, কখনও কাবুগঞ্জে, বড়খলায় বা কাটিগড়া মডেল হাসপাতালে
৩০ মে রামকৃষ্ণনগরে গিয়ে মোট ১২৬ জনের চোখের যন্ত্রণা উপশমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সেদিন বিনা মাশুলে শিবির পরিচালনায় ভিশন কেয়ার অন হুইল-কে সহায়তা করে রামকৃষ্ণনগর ডিএসএ। এনজিও-টির প্রধান কর্মকর্তা রণবীর দাশগুপ্ত ও অমিতাভ দাস জানান, অনেকটা দূরে গেলেও প্রচুর মানুষের উপকার হয়েছে, এটাই আমাদের সার্থকতা। এমন কিছু রোগী এসেছেন যে তাদের পক্ষে চোখের ডাক্তার দেখানো বিলাসিতা মাত্র। তাঁদের একই অনুভূতি হয় ১২, ১৩ তারিখেও।
১২ মে রঙপুরে শিবির পরিাচলনায় সঙ্গে ছিল প্রগতি ক্লাব। পরদিন তারা রোগী দেখেন কাটিগড়া মডেল হাসপাতালে। সেখানে ২০০ রোগী চোখ দেখান। এর আগে ৪ মে কাবুগঞ্জ বাজারে তারা ১৫০ মানুষের চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ২০ জনের ছানিপড়া। তাঁদের শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। ৬ মে শিলচর রোটারি ক্লাবের সহায়তায় শিবির গড়া হয় রামনগর আইওসিতে। সেখানে ৬৫ রোগীর চক্ষু পরীক্ষা হয়।